মালদ্বীপ সফরে ব্যস্ত সময় কাটালেন সেনাপ্রধান
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি এবং চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের সঙ্গে পৃথকভাবে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
গত বুধবার (১৬ ফেব্রুয়ারি) মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) সদর দফতরে ছিল এসব আয়োজন। এদিন মালদ্বীপ সফরের শেষ দিন ব্যস্ত সময় কাটান সেনাপ্রধান।
গতকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন সেনাপ্রধান। পরে চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের সঙ্গে দ্বিপাক্ষিক সাক্ষাতে দুই দেশের সেনাবাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করেন তিনি।
এরপর দেশটির চিফ অব ডিফেন্স ফোর্স এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এছাড়া তিনি মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের উপস্থিত সব অফিসার এবং জেসিও’র সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়ে বক্তব্য রাখেন।
এমএনডিএফ-এর সদর দফতরে পৌঁছালে সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়। তাকে অভ্যর্থনা জানান মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী এবং চিফ অব ডিফেন্স ফোর্সসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।
গতকাল রাতে মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্সের আমন্ত্রণে নৈশভোজে প্রতিনিধি দলসহ যোগ দেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
মালদ্বীপে সেনাপ্রধানের এই সফরের মধ্য দিয়ে উভয় দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
গত ১৩ ফেব্রুয়ারি মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছাড়েন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদসহ একটি প্রতিনিধি দল।