শিরোনাম

South east bank ad

ধর্ষনের পর হত্যা বিচারের দাবিতে মানব বন্ধন

 প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী):

পটুয়াখালীতে মানসুরা আক্তার নামে এক গৃহবধুকে ধর্ষনের পর হত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকার শত শত নারী।

আজ (১৭ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ঝর্না বেগম, পারভীন বেগম, রাহিমা বেগম ও নিহতের ভাই বেলাল হোসেন।

এ সময় তারা অভিযোগ করে বলেন সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মেয়ে মানসুরার বিয়ে হয়েছিলো পার্শবর্তী আমখোলা ইউনিয়নে।

গত (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার ননদের জামাই এমাদুল ইসলাম তাঁকে ধর্ষনের পর হত্যা করে। পরে স্থানীয় চৌকিদারের সহয়তায় তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করে।

এ বিষয়ে নিহতের ভাই গলাচিপা থানায় মামলা দায়ের করতে গেলে মামলা নেয়নি পুলিশ। মানসুরা হত্যার বিচারের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ প্রদর্শন করে নারীরা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: