খাজা মঈন উদ্দিন চির্ষতীর খোশরোজ শরীফ উদযাপিত
শামীম আলম, (জামালপুর):
জামালপুরের বকশীগঞ্জ আজমীরগঞ্জ দরবার শরীফে প্রখ্যাত সূফি সাধক হযরত খাজা মঈন উদ্দিন চির্ষতী রহমতুল্লাহি আলাহের পবিত্র খোশরোজ শরীফ উদযাপিত হয়েছে।
গতকাল (১৬ ফেব্রুয়ারি) বুধবার রাতে হযরত খাজা মঈন উদ্দিন চির্ষতী রহমতুল্লাহি আলাহের পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষ্যে আজমীরগঞ্জ দরবার শরীফে ভক্তের সমাগম ঘটেছে।
পবিত্র খোশরোজ শরীফে ওয়াজ মাহফিল, দরুদ ও মিলাদ মাহফিলে অংশ নেয় হযরত খাজা মঈন উদ্দিন চির্ষতী রহমতুল্লাহি আলাহের ভক্ত ও প্রেমিকরা। পরে ডক্টর খাজা নাসীরুল্লাহ নেতৃত্বে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র খোশরোজ শরীফ শেষ হয় ।
পবিত্র খোশরোজ শরীফে উপস্থিত ছিলেন খাজা শাহাদাত,খাজা শাহীনেওয়াজ,খাজা তহিদুল্লাহ ও ফায়েজ খাজাসহ খাজা পরিবারের আরও অনেকেই। পরে মিলাত ও সারা রাত সামা গান শেষে আজ বৃহস্পতিবার সকালে তবারকের বিতরণের মাধ্যমে শেষ হয়।