আনুষ্ঠানিকভাবে ৯৭তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহন অনুষ্ঠিত।
মামুন মোল্লা, (চুয়াডাঙ্গা):
মনোবল ভ্রাতৃত্ববোধ শৃঙ্খলা এবং দক্ষতা এ শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা ৬ বিজিবির বর্ণাঢ্য আয়োজনে ৯৭তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ সহ নবীন সৈনিকদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার ৬ বিজিবির ব্যাটালিয়ন সদর প্রশিক্ষন মাঠে ২১৫ জন নবীন সৈনিকদের সমাপনী কুচকাওয়াজ ও পবিত্র ধর্মগ্রন্থের ওপর হাত রেখে দেশসেবার ব্রত নিয়ে শপথ করানো হয়।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম নবীন সৈনিকদেরকে আমৃত্যু দেশসেবায় অংশ নিতে ভার্চুয়ালী বক্তব্য পেশ করেন। গত ৫ সেপ্টেম্বর ২০২১ আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষন শুরু হয় এবং ৬ মাস ট্রেনিং শেষে আজ ২১৫ জন পুনাঙ্গ সৈনিক হিসেবে বিজিবিতে যোগদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির অতিরিক্ত পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল বেনজির আহম্মেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেঃ কর্নেল খালেকুজ্জামান (পিএসসি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জনাব জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক সহ বিভিন্ন মহলের সূধী ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।