শিরোনাম

South east bank ad

দ্বিমাসিক বিজ্ঞান পত্রের মোড়ক উন্মোচন

 প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা):

বরগুনা সাইন্স সোসাইটির দ্বিমাসিক বিজ্ঞান পত্রের মোড়ক উন্মোচন করা হয়েছে।

আজ (১৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে বরগুনা সাইন্স সোসাইটি-বিএসএস'র উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বিজ্ঞান পত্রটির মোড়ক উন্মোচন করা হয়।

প্রধান অতিথি হিসেবে দ্বিমাসিক বিজ্ঞান পত্রের মোড়ক উন্মোচন করেন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম।

বরগুনা সায়েন্স সোসাইটির সভাপতি আকিল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সামিয়া শারমিন, পৌর প্যানেল মেয়র রইসুল আলম রিপন, সাইন্স সোসাইটির উপদেষ্টা ও সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার আল মেহেদী হাসান, প্রেসক্লাব সভাপতি সঞ্জিব দাস, চিত্ত রঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, সোহেল হাফিজ, মনির হোসেন কামাল, আবু জাফর সালেহ, সাবেক ডাকসু সদস্য ও বাংলা চ্যানেল জয়ী (সাঁতারু) সাইফুল ইসলাম রাসেল, আশরাফুল হিমেল প্রমূখ। এছাড়াও সাইন্স সোসাইটির উপদেষ্টা বৃন্দ সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বরগুনার কৃতি সন্তান দিপঙ্কর তালুকদারের নাসার বিজ্ঞানী হয়ে ওঠার গল্প ও তরুণ প্রজন্মের এমন বিজ্ঞান চিন্তা ভাবনা হবে চর্চার মাধ্যমে বড় প্রাপ্তি।

বরগুনার মানুষের মাঝে বিজ্ঞানের বিষয় বস্তু তুলে ধরাই হল সাইন্স সোসাইটি-বিএসএস'র মূল লক্ষ্য। শিশুতোষ গল্প, কবিতায় বিজ্ঞানের মর্মস্পর্শী কুহেলিকা কাটবে এই দ্বিমাসিক বিজ্ঞান পত্রের মাধ্যমে। বক্তব্যে এমন কথাই উঠে এসেছে।

বিজ্ঞানের গুরুত্ব বাড়াতে বিজ্ঞান মেলার ব্যবস্থা করতে হবে। সেই বিজ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে বরগুনাকে উন্মোচিত করতে হবে এক নতুন প্রত্যয়ে। এতে সকল ধরনের সহযোগিতা করবেন বলেও আশ্বাস দিয়েছেন অনুষ্ঠানে আগত বিশেষ অতিথি উপজেলা নির্বাহি অফিসার ইউএনও সামিয়া শারমিন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: