শিরোনাম

South east bank ad

সিএমপির উদ্যোগ: এক সার্ভিস সেন্টারেই মিলবে একাধিক সেবা

 প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে স্থাপন করা হয়েছে একটি বিশেষ সার্ভিস সেন্টার। যেখানে সিএমপির সব থানার সাধারণ ডায়েরি (জিডি), ট্রাফিক পুলিশের করা জরিমানা দেওয়া ও জব্দ হওয়া কাগজপত্র ফেরত দেওয়াসহ নানা পুলিশি সেবা পাওয়া যাবে।

আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ‘সিএমপি সার্ভিস সেন্টার’ বিশেষ এই সেবা কেন্দ্রের উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

এসময় তিনি বলেন, পুলিশের সেবাকে মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মোবাইল এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হারানো বিষয়ে সিএমপির সব থানার জিডি এখানে লিপিবদ্ধ করা যাবে। জিডির আবেদন অনলাইনে সংশ্লিষ্ট থানায় দেওয়া হলে থানা থেকে রেকর্ড হওয়ার পর পুনরায় থানা থেকে অনলাইনে সার্ভিস সেন্টারে দেওয়া হবে ও সার্ভিস সেন্টার থেকে সেই জিডির কপি আবেদনকারীকে দেওয়া হবে।

চট্টগ্রাম নগরের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের বাদামতলী মোড়ে এই সার্ভিস সেন্টারটি স্থাপন করা হয়েছে। প্রতি রোব ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা দেওয়া হবে। পর্যায়ক্রমে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এরকম আরও সার্ভিস সেন্টার চালু করা হবে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।

সিএমপির উদ্যোগ: এক সার্ভিস সেন্টারেই মিলবে একাধিক সেবা

তারা জানান, সার্ভিস সেন্টারে ট্রাফিক পুলিশের সঙ্গে সম্পর্কিত যেকোনো মামলার জরিমানা নেওয়া হবে। ট্রাফিক পুলিশ থেকে মামলার কারণে জব্দকরা কাগজপত্র যানবাহনের মালিককে দেওয়া হবে। জিডি করা এবং ট্রাফিকের মামলার বিষয়ে সেবা পাওয়ার জন্য সেবাপ্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র এবং তার নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর সঙ্গে রাখতে হবে।

আগ্রাবাদ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হওয়ায় সেখানে অনেক মানুষ বিভিন্ন কাজে আসেন। সিএমপির সার্ভিস সেন্টারে এসে তারা উল্লিখিত সেবাগুলো সহজেই নিতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলমসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: