শিরোনাম

South east bank ad

চেতনা নাশক ওষুধ খাইয়ে সাড়ে ৮লাখ টাকা লুট, ৫বছরের দন্ড

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান, (ঝালকাঠি):

ঝালকাঠিতে চেতনা নাশক ওষুধ খাইয়ে ঠিকাদারের ৮লাখ ৬০ হাজার লুটের ঘটনায় আসামী আজিজুল হককে ৫বছরের স্বশ্রম কারাদন্ড এবং ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১মাসের দন্ড দেয়া হয়। ঝালকাঠি যুগ্ম ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক মো. সাইফুল আলম বুধবার বিকেলে এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত আজিজুল হক সদর উপজেলার রমনাথপুর গ্রামের আব্দুল হামেদ মাঝির পুত্র এবং শহরে বই ব্যবসায়ী। বাদী আসাদুজ্জামান একই গ্রামের বাসিন্দা আকব্বর আলী খানের পুত্র ও ঠিকাদার। বর্তমানে শহরের শেখ মুজিব সড়কের বাসিন্দা।

২০১৫ সালের ১৭ জুলাই দায়ের করা মামলায় ৩১আগস্ট প্রতিবদেন দাখিল করে পুলিশ। ওই বছরেরই ১৭নভেম্বর চেতনা নাশক খাইয়ে চুরি (৩২৮ ও ৩৮০ দন্ডবিধি) ধারায় চার্য গঠন শেষে বিচার কার্য শুরু করে। ১৩জন সাক্ষির ৮জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামী আজিজুলকে অভিযুক্ত ঘোষণা করে ৫বছরের স্বশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১মাসের দন্ডাদেশ দেয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানাযায়, সদর উপজেলার রমানাথপুর সাকিনে যৌথভাবে পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতির মাধ্যমে সরকরী খাল খনন প্রকল্পের কাজ শুরু হয়। একাজের ঠিকাদারী দায়িত্বপান আসাদুজ্জামান। কাজ শেষ হলে ২০১৫ সালের ১৪জুলাই কাজের ৮ লাখ ৬০ হাজার টাকা ব্যাংক থেকে উত্তোলন করে বিকেল সাড়ে ৫ টার দিকে আজিজুলকে সাথে নিয়ে বাসায় যায়।

শহরের শেখ মুজিব সড়কের বাসায় গিয়ে টাকার ব্যাগটি খাটের নিচে রাখে। তখন বাদীর স্ত্রী বাসায় না থাকায় ২০০ টাকা দিয়ে আসামী আজিজুল হককে বাহিরে ইফতার আনতে পাঠায়। কিছু সময় পরে আসামী ফিরে এসে নিজ হাতে চিনির শরবত গুলিয়ে বাদীকে ইফতারীতে পান করতে দেয়।

ইফতারি করার উদ্দেশ্যে বাদী শরবত পান করলে সোফায় অজ্ঞান হয়ে পড়ে। এই সুযোগে বিছানার নিচে রাখা টাকার ব্যাগ নিয়ে আজিজুল পালিয়ে যায়। কিছু সময় পরে আসামী আজিজুল বাদী আসাদুজ্জামানের স্ত্রীকে ফোন করে বলে বাসায়া গিয়ে স্বামীর মাথায় পানি ঢেলে সুস্থ্য করতে।

এই খবর পেয়ে বাদীর স্ত্রী বাসায় এসে তার স্বামীকে মুখ থেকে ফেনা বের হওয়া অবস্থায় সোফায় অচেতন পড়ে থাকতে দেখে। স্থানীয় একজন পলী্ল চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা করালে তার জ্ঞান ফিরলে বিছানার নিচে টাকার ব্যাগ আছে কিনা দেখতে বলে। কিন্তু সেখানে টাকা পাওয়া যায়নি।

এর পরে বাদীকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এবিষয়ে আজিজুলের কাছে জানতে চাইলে বিষয়টি অস্বীকার করায় ক্ষতিগ্রস্ত আজিজুল মামলা করতে বাধ্য হন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: