দুর্গাপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ সম্পন্ন
এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):
নেত্রকোনার দুর্গাপুরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) এর সহযোগিতায়,প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা প্রাণিসম্পদ দপ্তর,ভেটেরিনারি হাসপাতাল দুর্গাপুর নেত্রকোনা এর উদ্যোগে ‘প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২’ সম্পন্ন হয়েছে।
আজ বুধবার(১৬ ফেব্রুয়ারী) দুপুরে পৌর শহরের এমকেসিএম পাইলট সরকারী বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালন করা হয়। উদ্বোধনী ও সমাপনি বক্তব্যদেন অনুষ্টানের সভাপতি সহকারী কমিশনার (ভূমি) মো.আরিফুল ইসলাম।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার নাসির উদ্দিন এর সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শিমু দাস,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন আল আজাদ,প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, ডাঃ জেভিন আক্তার, প্রাণিসম্পদ উপ-সহকারী মোঃ সিদ্দিকুর রহমান,অফিস সহকারী অজয় কুমার সাহা,খামারী জুয়েল রানা প্রমুখ। প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া, হাস মুরগী সহ বিভিন্ন প্রজাতির পশু-পাখির ২৫টি স্টল স্থান পায়। অনুষ্ঠান শেষে উদ্যোক্তা ও খামারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।