সোনালী ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীর যৌতুক মামলা
মোঃ জামাল হোসেন, (যশোর):
সোনালী ব্যাংকের কর্মকর্তা স্বামী আসাদুজ্জামানের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে যশোর আদালতে মামলা করেছেন স্ত্রী।
গতকাল (১৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার যশোরের বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের মাসুদ রানা শফির মেয়ে আলিফ নুর বাদী হয়ে এই মামলা করেছেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম মামলাটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি আসাদুজ্জামান যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের আহাদ আলী গাজীর ছেলে। তিনি সোনালী ব্যাংক দাউদকান্দি শাখায় কর্মরত আছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ২৫ আগস্ট আসাদুজ্জামান পারিবারিকভাবে আলিফ নুরকে বিয়ে করেন। বিয়ের সময় আসাদুজ্জামান ও তার স্বজনেরা ৭ লাখ টাকা যৌতুক দাবি করেছিলেন।
এ সময় তাকে ২ লাখ টাকাসহ সংসারের যাবতীয় মালামাল দেয়া হয়। কিছুদিন সংসার করার পর আসামি বাড়ি নির্মাণের কথা বলে আবারও ৭ লাখ টাকা যৌতুক দাবি করে মানসিক নির্যাতন শুরু করে আসাদুজ্জামান। ওই বছরের ৯ নভেম্বর আসাদুজ্জামান যৌতুকের টাকা দাবি করে স্ত্রীকে মারপিট করে এক বস্ত্রে পিতার বাড়ি তাড়িয়ে দেন।
১২ নভেম্বর আসাদুজ্জামানকে শ্বশুর বাড়িতে ডেকে এনে যৌতুক ছাড়া সংসার করার অনুরোধ করা হয়। ওই সময় যৌতুকের টাকা ছাড়া সংসার করবেনা বলে চলে যান আসাদুজ্জামান। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এই মামলা করেছেন।