শিরোনাম

South east bank ad

গতকাল পুলিশ লাইন্স পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ জনাব এস এম আক্তারুজ্জামান মহোদয় প্রথমে বার্ষিক প্যারেড অভিবাধন গ্রহণ করেন পরবর্তিতে রিজার্ভ অফিস পরিদর্শন করে।

রিজার্ভ অফিস পরিদর্শন শেষে, জনাব মোহাম্মদ সাঈদুর রহমান,পিপিএম-সেবা ,পুলিশ সুপার, পিরোজপুর এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা সক্রান্তে বিশেষ অপরাধ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ জনাব এস এম আক্তারুজ্জাম মহোদয়।

আইন শৃঙ্খলা সক্রান্তে বিশেষ অপরাধ সভায় পিরোজপুর এর সকল থানা থেকে আগত অফিসার ইনচার্জদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, বিট পুলিশিং কার্যক্রম, সাইবার অপরাধ, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স,নিয়মিতভাবে ড্যাশ বোডে ডাটা এন্টি, কিউ,আর,আর টিমে দ্বায়িত্বরত অফিসারগন সাধারন জনগন কে দ্রুত সেবা প্রদান সহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজমুল হক কমান্ড্যান্ট( পুলিশ সুপার) ইন সার্ভিস টেনিং সেন্টার, পিরোজপুর, জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম- সেবা ( প্রশাসন ও অপরাধ ) অতিরিক্ত পুলিশ সুপার, জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব রিয়াজ হোসেন,পিপিএম,সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

পরবর্তীতে ডিআইজি বরিশাল,রেঞ্জ বরিশাল মহোদয়, মঠবাড়িয়া সার্কেল অফিস এবং মঠবাড়িয়া থানা দ্বি- বার্ষিক পরিদর্শন করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: