South east bank ad

র‍্যাবের হাতে ‘ভুয়া লে. কর্নেল’ গ্রেফতার

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ভুয়া লে. কর্নেল পরিচয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতার প্রতারকের নাম সালাউদ্দিন।

গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়ট নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, ভুয়া লে. কর্নেল পরিচয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মহাখালী ডিওএইচএস এলাকা থেকে সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এভাবে একাধিক মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

এএসপি ইমরান খান আরও বলেন, এ বিষয়ে আগামীকাল বুধবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: