শিরোনাম

South east bank ad

ত্রিশালে বিরল প্রজাতির আরেকটি বাঘডাশা উদ্ধার

 প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুল্লাহ আল ফাহাদ, (ময়মনসিংহ):

ময়মনসিংহে কয়েকদিনের ব্যবধানে বিরল প্রজাতির আরও একটি বাঘডাশা উদ্ধার হয়েছে।

জানাযায়, গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহের ত্রিশালের বইলর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের বায়তুত তাকাওয়া মসজিদের পাশে ১৫-২০ জন বসেছিল।

এমন সময় তারা পাশের একটি জঙ্গলে প্রাণীটিকে দেখতে পায়। পরে ওই যুবকরাসহ আশপাশের লোকজন প্রাণীটিকে ধরতে চাইলে দৌড়ঝাঁপ দিয়ে প্রথমে হাজী বাড়িতে আশ্রয় নেয়। পরে হাজী বাড়ি থেকে আবারও লোকালয়ে ফিরে আসলে এলাকাবাসী চতুর্দিকে ঘেরাও করে বাঘডাশাকে আটক করে।

পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে ঘটনাটি জানালে দুপুর আড়াইটার দিকে বন অধিদপ্তরের লোকজন প্রাণীটিকে উদ্ধার করে।

স্থানীয় ব্যবসায়ী ইব্রাহীম জানান, বায়তুত তাকাওয়া মসজিদের পশ্চিম পাশের জঙ্গলে এমন আরও বাঘডাশা রয়েছে। প্রচুর শক্তিশালী বাঘডাশাকে আটকে রাখতে প্রচুর বেগ পেতে হয়েছে বলেও জানান তিনি।

ময়মনসিংহ বন বিভাগের কর্মকর্তা আবু তাহের জানান, এলাকাসীর সহযোগীতায় বাঘডাশা নামক প্রাণীটিকে আটক করা হয়েছে। প্রাণীকে মধুপুর বনে ছেড়ে দেয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: