কাশিয়ানীতে পুলিশের "ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে "ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা কাশিয়ানী উপজেলার বিভিন্ন সমস্যা মাদক,ইভটিজিং, জুয়া,বাল্যবিবাহসহ বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেন।
গতকাল (১৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে কাশিয়ানী থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, সহকারী পুলিশ সুপার(কাশিয়ানী ও মুকসুদপুর সার্কেল) শাহীনূর চৌধুরী।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, আঞ্জুরুল ইসলাম আঞ্জু, শাহ ইশতিয়াক পটু, লুৎফর রহমান লুথু, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক,ঈমাম ও গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাশিয়ানী থানার তদন্ত ওসি মুহাম্মদ ফিরোজ আলম।