ছুরিকাঘাতে যুবলীগ নেতা খুন
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়া শহরে প্রেমঘটিত বিষয় নিয়ে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে মিরাজ আলী (২২) নামের এক যুবলীগনেতা খুন হয়েছেন। এসময় মিরাজের সঙ্গে থাকা তার বন্ধু নাজমুলও ছুরিকাহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের পৌর পার্কের সামনে এ ঘটনা ঘটে।
মিরাজ আলী শহরের বৃন্দাবন পাড়া এলাকার নৈশপ্রহরী আব্দুর রহমানের ছেলে। এছাড়াও তিনি বগুড়া পৌর যুবলীগ ২নং ওয়ার্ড শাখার সদস্য ছিলেন।
নিহতের ভাই আতাউর রহমান জানান, শহরের বাদুরতলা এলাকার এক মেয়ের সঙ্গে প্রায় এক বছরের সম্পর্ক ছিল মিরাজের। একপর্যায়ে মেয়েটি মিরাজের সঙ্গে সম্পর্ক ভেঙে গাবতলী উপজেলার এক ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। তারপর থেকে সেই ছেলেটি ফেসবুক ও মুঠোফোনে বারবার মিরাজকে হুমকি দিয়ে আসছিল।
নিহত মিরাজের বন্ধু আশিক জানান, যে মেয়েটির সঙ্গে মিরাজের সম্পর্ক ছিল তার নতুন প্রেমিক পার্কে মিমাংসার জন্য তাকে ডেকেছিল। নাজমুল ও মিরাজ সেখানে মিমাংসার জন্য যায়। পরে মেয়েটির বর্তমান প্রেমিকসহ ৪-৫ জন বন্ধু মিলে অতর্কিতভাবে মিরাজের ওপর চালিয়ে ছুরিকাঘাত করে।
পরে হাসপাতাল নেওয়ার পথে মারা যায় মিরাজ। নাজমুলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে নাজমুল পুলিশ হেফাজতে রয়েছে।
বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু জানান, মিরাজ পৌর যুবলীগের ২নং ওয়াডর্ কমিটির সদস্য ছিলেন বলে নিশ্চিত করেছেন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদ হাসান জানান, নিহতের লাশ বর্তমানে শজিমেক মর্গে রাখা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।