শিরোনাম

South east bank ad

ইজিবাইক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত

 প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান, (ঝালকাঠি):

ঝালকাঠির রাজাপুরে ইজিবাইক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল মোস্তফা হাওলাদার নামে এক চালক নিহত হয়েছে।

এ ঘটনায় মোটর সাইকেলের অপর আরোহি শঙ্কর মিত্র আহত হয়েছেন।গতকাল (১৪ ফেব্রুয়ারি) সোমবার রাতে ভান্ডারিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার গাজিবাড়ি এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

নিহত মোটর সাইকেল চালক মোস্তফা হাওলাদার পিরোজপুরের মঠবাড়ি উপজেলার হোসেন আলী হাওলাদারের ছেলে। নিহত মোস্তফা ভাড়ায় মোটর সাইকেল চালাতেন। রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, মঠবাড়ি থেকে যাত্রী নিয়ে স্বরূপকাঠির উদ্দেশ্যে যাচ্ছিলেন মোটর সাইকেল চালক মোস্তফা।

পথিমধ্যে রাজাপুর উপজেলার গাজিবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা ইজিবাইক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক মোস্তফা ও যাত্রী শঙ্কর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক চালক মোস্তফাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া ইজিবাইক ও মোটর সাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানায় পুলিশ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: