শিরোনাম

South east bank ad

বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে ৩শ শিক্ষার্থীকে শীতবস্ত্র প্রদান

 প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ জামাল হোসেন, (যশোর):

যশোরের ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অস্টিটিক বিদ্যালয় এবং পুনবার্সন কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল (১৪ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিত্তরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল মালেক।

নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ¦ শাহাদৎ হোসেনের সভাপতিত্বে এবং প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক আলমগীর হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ রুহুল আমিন, যুগ্ন-সাধারন সম্পাদক গাজী মোস্তফা, বুদ্ধিপ্রতিবন্ধী ও অস্টিটিক বিদ্যালয় এবং পুনবার্সন কেন্দ্রের সভাপতি আলহাজ¦ শামসুল হক, প্রধান শিক্ষক শাহ-আমিরুল কবীর, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী, হুসাইন আহমেদ, ইসহক আলী, মাওলানা আয়নুল হক, মাওলানা ফিরোজ উদ্দীন, ইব্রাহিম হোসেন, ইসমাইল হোসেন, গনেশ কুমার মন্ডল, জাহান আলী, মাস্টার জিয়াউর রহমান, মাস্টার শামসুর রহমান আনোয়ার হোসেন, আব্দুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৩শ প্রতিবন্ধী শিক্ষার্থীকে শীতবস্ত্র প্রদান করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: