নন্দীগ্রামে ১৩ মাসে চার ওসির বদলি
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রাম থানায় ১৩ মাসে চারজন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করা হয়েছে। সর্বশেষ গত (১২ ফেব্রুয়ারি) আবুল কালাম আজাদ বদলি করে জেলার দুপচাঁচিয়া থানার পরিদর্শক হাসান আলীকে ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত ২০২০ সালের ২৫ নভেম্বর নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবিরকে বদলি করে কুষ্টিয়া সদরের দায়িত্ব দেয়া হয়। তার স্থলে নন্দীগ্রাম থানায় ওসি হিসেবে যোগ দেন নাসির উদ্দিন মন্ডল। তিনি যোগদান করার দুদিন পরই অন্যত্র বদলি হয়ে চলে যান।
এরপর গত ২৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে নন্দীগ্রাম থানায় ওসি হিসেবে যোগদান করেন কামরুল ইসলাম।
ছয় মাস দায়িত্ব পালনের পর তারও গত ২০২১ সালের ১০ জুন রাজশাহী জেলায় বদলি হয়ে যান। সেখানে তার স্থলে জেলার শেরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদকে নন্দীগ্রাম থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়।
এবার সর্বশেষ গত ১২ ফেব্রুয়ারি আবুল কালাম আজাদকে বদলি করে জেলার দুপচাঁচিয়া থানার পরিদর্শক হাসান আলীকে নন্দীগ্রাম থানায় ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এনিয়ে গত ১৩ মাসে চার ওসিকে নন্দীগ্রাম থানা থেকে বদলি করা হলো।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার বিদায়ী ওসি আবুল কালার আজাদ এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জনস্বার্থে আমাকে নন্দীগ্রাম থানা থেকে দুপচাঁচিয়া থানায় বদলির অফিস আদেশ পেয়েছি। এটা নিয়মিত বদলির অংশ হিসেবে আমি জানি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী ও সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহমেদ রাজিউর রহমান এবিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।