শিরোনাম

South east bank ad

বেগমগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

 প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো কুমিল্লার মুরাদ নগরের কামেল্লা গ্রামের খালেক মিয়ার ছেলে আমির হোসেন (৩০) চাঁদপুরের কচুয়ার হাতির বন্ধ গ্রামের জামাল মিয়ার ছেলে মো.সজিব (২৫) নরসিংদীর রায়পুরার চর মতি নগর গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে রুবেল শেখ (২৬)।

গত রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের মোর্শেদ আলম কমপ্লেক্স থেকে তাদের আটক করে পুলিশ।

চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান,একদল ডাকাত রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের মোর্শেদ কমপ্লেক্সে এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে দরজা কাটার যন্ত্র, ছোরা ও তালা ভাঙ্গার কাটার জব্দ করা হয়। গ্রেফতার আসামিদের সোমবার সকালে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: