শিরোনাম

South east bank ad

বাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

 প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের এসএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশের হার ৭৯ দশমিক ১৫ শতাংশ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বাউবির গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মেজবাহ উদ্দিন তুহিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বাউবির এবারের এসএসসি পরীক্ষায় নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৮৪ হাজার ২০৪ জন। পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে ৬৬ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় ৩২ হাজার ৮৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৬ হাজার ২৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

শিক্ষার্থীদের মধ্যে ১৪ জন অ+, ৮৯৪ জন অ , চার হাজার ১৫ জন অ- , আট হাজার ৬০ জন ই, ১২ হাজার ৪৯৯ জন ঈ এবং ৫৪৪ জন উ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৫ হাজার ৫৯৩ জন ছাত্র এবং ১০ হাজার ৪৩৩ জন ছাত্রী। বিস্তারিত জানার জন্য www.bou.ac.bd ওয়েব সাইট ভিজিট করার জন্য বলা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: