বাহুবল থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
র্যাব-৯ হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকা হতে ৩০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ ০১জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।
র্যাব-৯, সিলেট এর আওতাধীন সিপিসি-১, (শায়েস্তাগঞ্জ ক্যাম্প), হবিগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পিকআপভ্যান যোগে মাদক পরিবহনের সংবাদ প্রাপ্ত হলে হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন ৭নং ভাদেশ্বর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাগান বাড়ী নামকস্থানে আল-আমিন কার সার্ভিসিং এন্ড ড্রাইভার হোটেলের সামনে সিলেট টু ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার উপর র্যাবের চেকপোস্টে আটককৃত পিকআপ ভ্যানটি তল্লাশীকালে বিশেষ কৌশলে পিকআপ ভ্যানে থাকা ৩০ কেজি গাঁজা উদ্ধার পূর্বক পিকআপ ভ্যান ও গাঁজা জব্দ করে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ শিমু মীর (৩৫), পিতা- মৃত জিন্নাত আলী মীর, স্থায়ী গ্রাম- উত্তর গনশামপুর (৩ নং ওয়ার্ড) ২নং ইউপি, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ’কে গ্রেফতার করে।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সু-পরিকল্পনা মোতাবেক বিশেষ কৌশলে পিকআপ ভ্যানযোগে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নিকট মাদক বিক্রয় করে আসছিল।
এছাড়াও গ্রেফতারকৃত আসামির নামে হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(গ)/৩৮/৪১ মূলে মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জের বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।