অসন্তোষ নিরসনে শিল্পাঞ্চল পুলিশ-৫,
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
অত্র শিল্পাঞ্চল পুলিশ -৫, ময়মনসিংহ শিল্পাঞ্চলের সাব-জোন-১ এলাকার "গ্লোরী টেক্সটাইল এন্ড এ্যাপারেলস্ লিঃ" এর শ্রমিকগণ বকেয়া বেতন ও ওভার টাইম এর দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আনুমানিক সকাল ০৮.৩০ ঘটিকা হইতে উক্ত ফ্যাক্টরির অভ্যন্তরে অসন্তোষ বিক্ষোভ কর্মবিরতি করে।
তখন শিল্পাঞ্চল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ফ্যাক্টরিতে উপস্থিত হয়ে মালিক পক্ষ ও শ্রমিকদের সমন্বয়ে আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা করেন। এসময় শ্রমিকদের কিছু অংশ (৪০০/৫০০জন) দুই ভাগে বিভক্ত হয়ে আনুমানিক সকাল ০৯.৩০ ঘটিকার সময় ঢাকা -ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থানার সামনে অবস্থান নেয়।
এতে প্রায় ২০/২৫ মিনিট স্বাভাবিক যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। বিষয়টি অত্র ইউনিটের পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান, শিল্পাঞ্চল পুলিশ-৫, ময়মনসিংহ এর নির্দেশ মোতাবেক অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব শহিদুল্লাহ, পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ মোজাম্মেল হক মামুন, পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ বাচা মিয়া, পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ মফিজ উদ্দিন ভূইয়াসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ, ভালুকা থানা পুলিশ, হাইওয়ে পুলিশের সহায়তায় কারখানার মালিক পক্ষের প্রতিনিধি ও শ্রমিক প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অদ্যই দুপুর ১৪.০০ ঘটিকার মধ্যে শ্রমিকদের একাউন্টে বেতন-ভাতা পরিশোধ করবেন মর্মে সিদ্ধান্ত হয়।
শ্রমিকেরা বিষয়টি মেনে নিয়ে কর্মস্থলে যোগদান করেন। এছাড়া উক্ত কারখানায় ০১ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ।বর্তমানে উক্ত কারখানা সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে। । শিল্পাঞ্চল এলাকার কারখানাগুলোতে সর্বদা গোয়েন্দা নজরদারির পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তা ডিউটি মোতায়েন আছে।