শিরোনাম

South east bank ad

পারস্পরিক স্বার্থে বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরো সুদৃঢ় হবে : স্পিকার

 প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক রয়েছে। পারস্পরিক স্বার্থে ভবিষ্যতে এ সম্পর্ক অব্যাহত থাকবে। যা ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

গতকাল (১৩ ফেব্রুয়ারি) রবিবার বিকেলে স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন তিনি।

সাক্ষাতকালে তাঁরা সংসদীয় কার্যক্রম, সংসদীয় মৈত্রী গ্রুপ, জলবায়ু পরিবর্তন, কভিড-১৯ পরিস্থিতি, নারী ক্ষমতায়নসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

এ সময় স্পিকার বলেন, কভিড-১৯ এর পরিস্থিতিতে সংক্ষিপ্ত পরিসরে একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এই অধিবেশনে অধিকতর স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ পাস হয়েছে।

সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের মাধ্যমে ইইউ’ভুক্ত দেশসমূহের প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জলবায়ু পরিবর্তন, উত্তম সংসদীয় চর্চাসহ বিভিন্ন বিষয়ে কাজ করার সুযোগ তৈরি করা সম্ভব বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

আলাপকালে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করেন ইইউ রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশের সাথে ইইউ’র সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে। ইউরোপিয় ইউনিয়ন বাংলাদেশের অগ্রযাত্রায় সবসময় পাশে থাকবে বলে স্পিকারকে আশ্বস্ত করেন তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: