মাজারে ওরস দেখতে গিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, কিশোর নিহত
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
কেন্দুয়ায় মাজারে বার্ষিক ওরস দেখতে গিয়ে দুই গ্রুপের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামে হযরত গোলাম হাসেন শাহ (রহ.) মাজারে শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের আহত হয়েছে অন্তত আরও ৪ কিশোর। নিহত কিশোর হলো সুমন মিয়া (১৬)। সে চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামের ইনচান মিয়ার ছেলে।
আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি-তদন্ত) সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওই মাজারে গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১ টার দিকে ওরস চলাকালে উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামের কিছু কিশোর ওরস দেখতে সাগুলী গ্রামে যায়। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে চিথোলিয়া গ্রামের কিশোরদের দুই গ্রুপ দেশীয় অস্ত্র(লাটি সোটা)নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সুমনসহ উভয়পক্ষের ৫ জন গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে-ক্স নিয়ে গেলে সুমনসহ দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং অপর ৩ জনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। পরে রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কিশোর সুমনের মৃত্যু হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, দুই গ্রুপই চিথোলিয়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক হয়নি বলে জানান তিনি।