শিরোনাম

South east bank ad

এবারও ফলাফলে শীর্ষে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা

 প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান, (ঝালকাঠি):

ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা প্রতিবছরের ন্যায় এবারও আলিম পরীক্ষার ফলাফলে বোর্ডে শীর্ষ স্থান অর্জন করেছে।

মাদ্রাসা থেকে এ বছর আলিম পরীক্ষায় ৩৪৩জন ছাত্র অংশ গ্রহণ করে ১১৫জনে জিপিএ ৫ পেয়েছে। বাকিরা সবাই বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

এতে শতভাগ পাশের হার দাড়িয়েছে। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে শিক্ষামন্ত্রণালয় কর্তৃক প্রণিত সিলেবাস অনুযায়ী এ শিক্ষাবর্ষে ৩৪৩জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১১৫জনে জিপিএ ৫ পেয়েছে। বাকিরা সবাই বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

তিনি আরো বলেন, ১৯৫৬ সালে মাদ্রাসাটি মকতব দিয়ে শুরু হয়। উপমহাদেশের প্রখ্যাত আলেম, বিশিষ্ট দার্শনিক হযরত কায়েদ ছাহেব হুজুর (রহ) এটি প্রতিষ্ঠা করেন।

কালের পরিক্রমায় এ মাদ্রাসাটি বরিশাল বিভাগের মধ্যে একমাত্র অনার্স ও মাস্টার্স পর্যায়ের প্রতিষ্ঠানে রূপ লাভ করেছে। দাখিল-আলিমে বিজ্ঞান, কম্পিউটার এবং ফাযিলে ২ টি বিষয়ে অনার্সসহ কামিলে হাদীস, তাফসীর ও ফিকহ বিভাগ নিয়ে প্রায় সাড়ে ৫ হাজার ছাত্রের পদচারনায় মূখরিত শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

উন্নতির দিক তুলে ধরে তিনি আরো বলেন, দলীয় রাজনীতিমুক্ত, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ, ক্লাস টেস্ট, দুর্বল ছাত্রদের জন্য ফীডব্যাক ক্লাস, শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের ঘণ্টাওয়ারী মনিটরিং, টিউটর শিক্ষকের ব্যবস্থা এবং অভিভাবক সম্মেলনসহ অত্যাধুনিক ব্যবস্থাপনার কারণে কেন্দ্রীয় পরীক্ষাসমূহে এ প্রতিষ্ঠান বারবারই গৌরবোজ্জল সাফল্য অর্জন করেছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার জিপিএ ৫ প্রাপ্তি ও পাশের হারে টপটেন পদ্ধতি না থাকায় এতেই প্রতিয়মান হয় বোর্ডের শীর্ষ অবস্থানে রয়েছি। এদিকে ঝালকাঠি সরকারী মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে ৪৯৮ জনে। মোট উত্তীর্ণ ৪৭১ জনের মধ্যে ১৩৬ জনে জিপিএ ৫ পেয়েছে।

ঝালকাঠি সরকারী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ৪২৬ জনে উত্তীর্ণ ৩৮৮ জনের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩৮জনে। ঝালকাঠি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় ৫৪জন অংশগ্রহণ করে ৫১জন উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে ৫জনে জিপিএ ৫পেয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: