জামালপুরে মহিলা আওয়ামী লীগের সম্মেলন ।
শামীম আলম, (জামালপুর):
জামালপুর সদর উপজেলার ১৫নং রশিদপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ ফেব্রুয়ারি) রবিবার দুপুরে তুলশিপুর কলেজ মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ১৫নং রশিদপুর ইউনিয়ন শাখা।
ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আহবায়ক ফাতেমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী, ত্রি-বার্ষিক সম্মেলনে মূখ্য আলোচনা করেন সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা হেনা প্রমূখঅ।