মুগদা থেকে মাদক কারবারি গ্রেপ্তার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রাজধানীর মুগদা এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তি নাম মো. ইকবাল হোসেন।
মুগদা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। এ সময় তার হেফাজত থেকে চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
ডিবির অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস বলেন, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, খিলগাঁও ফ্লাইওভার দিয়ে একটি আন্তঃজেলা পরিবহনের বাসে করে কতিপয় মাদক কারবারি বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা বহন করছে। সংবাদের সত্যতা যাচাই করে ওই আন্তঃজেলা পরিবহনের বাসটিতে তল্লাশি করে ইয়াবাসহ ইকবালকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মুগদা থানায় মামলা হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।