শিরোনাম

South east bank ad

সড়ক দূর্ঘটনায় টিটিসির প্রশিক্ষণার্থী নিহত

 প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী):

রাজবাড়ীতে সড়ক দূর্ঘটনায় রাজবাড়ী কারিগরী প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি)র একজন প্রশিক্ষথী নিহত হয়েছে। নিহত প্রশিক্ষর্থীর নাম সবুজ প্রামানিক (৩২) । সে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জসাই গ্রামের রতন প্রামানিকের ছেলে।

পত্যক্ষদর্শী সুজন শেখ বলেন, আজ (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০ টার সময় আললাদিপুর রাজবাড়ী কারিগরী প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি)র সামনে বাস থেকে নেমে টিটিসে প্রবেশ কালে বিপরীত দিক থেকে আসা সাদা রংয়ের প্রাইভেট কার সবুজ কে ধাক্কা দেয়।বিষয়টি দেখতে পেয়ে তারা দূরত সবুজ কে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসেন। পড়ে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাক্তার মো: ফরহাদ হোসেন জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কিছু সময় পরেই তার মৃত্যু হয়। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে।

রাজবাড়ী হাইওয়ে থানার এসআই মো: জিল্লুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থল পরিদর্শন করি। ঘাতক গাড়ীটিকে খুজে বের করতে আমরা তৎপর রয়েছি।

রাজবাড়ী কারিগরী প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি)র অধ্যক্ষ নুর অতএব আহাম্মদ জানান সবুজ প্রামানিক টিটিসির এজনক প্রশিক্ষণর্থী ছিলেন। তিনি ৩দিনের ট্রেনিং শেষ করেছেন।আজকে সাটিফিকেট নিতে আসছিল।কিন্তু টিসির সামনেই তাকে ঘাতক প্রাইভেটকার চাপা দেয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: