মোবিলাইজেশন কন্টিনজেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত তিনদিন ব্যাপি মোবিলাইজেশন কন্টিনজেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক মহোদয়।
উক্ত প্রশিক্ষণে এসআই-১৩ জন, এএসআই-১২জন পুরুষ কনস্টেবল-২১জন এবং নারী কনস্টেবল-৫জন অংশগ্রহণ করে। তিনদিন ব্যাপি এ কোর্সের আজ প্রথম দিন। প্রত্যেকদিন সকাল ৬ ঘটিকা হতে রাত ২১:৩০ ঘটিকা পর্যন্ত কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য রুটিন মাফিক বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ।
অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক বলেন, জেলা পুলিশের কর্মদক্ষতা বৃদ্ধি এবং নিয়মানুবর্তিতা, নীতি নৈতিকতা ও সদাচরণসহ বিবিধ বিষয়ে পুলিশিং দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে মোবিলাইজেশন কন্টিনজেন্ট প্রশিক্ষণ কোর্স সহায়ক ভূমিকা পালন করবে। প্রশিক্ষনার্থীগন এ কোর্সের মাধ্যমে বিভিন্ন বিষয়ে জানতে পারবে এবং কর্মক্ষেত্রে সফলভাবে প্রয়োগ করতে পারবে।