চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ ইয়াবাসহ গ্রেফতার-১
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই(নিঃ)/এনামুল হক রাসেল সংগীয় ফোর্সসহ আজ শনিবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান ডিউটি করাকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ৪ নং প্লাটফর্মের উপর ফুট ওভার ব্রিজের নীচে আসামী শান্ত(২৪), পিতা-মোঃ বাবুল, মাতা-রেহেনা আক্তার, সাং-হাজিপুর (হাচন আলী বেপারি বাড়ী), পোস্ট-ছানু মিয়ার স্কুল, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী এ/পি জসিম হাজারীর বাড়ী, আতুরডিপু, আমীন কলোনী, থানা-বায়েজিদ, সিএমপি, চট্টগ্রাম এর জিন্স প্যান্টের সামনের ডান পকেটের ভিতরে সাদা পলিথিনে উপরে কালো রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো ৮০০ পিস হালকা গোলাপি রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা রুজু করা হয়।