শিরোনাম

South east bank ad

তিনটি বিষয় ছাড়া এবার এসএসসি পরীক্ষা নেয়ার প্রস্তাব

 প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

তিনটি বিষয় ছাড়া চলতি বছরের এসএসসি পরীক্ষা নেয়ার প্রস্তাব করেছে দেশের সব শিক্ষাবোর্ড। এরই মধ্যে প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এটি বাস্তবায়ন করবে বোর্ডগুলো।

বিষয়গুলো হচ্ছে- বাংলাদেশ ও বিশ্বপরিচয়, আইসিটি ও ধর্ম।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

শিক্ষা বোর্ডগুলোর প্রস্তাবের খবরে সিদ্ধান্তহীনতায় পড়েছে শিক্ষার্থীরা। তারা বলছে, পরিকল্পনা অনুযায়ী তারা যদি এ তিন বিষয়ের প্রস্তুতি না নেয় এবং শেষ পর্যন্ত যদি এ প্রস্তাব বাস্তবায়ন না হয়, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই তারা মনে করে, এ বিষয়ে এখনই সুরাহা হওয়া উচিত। একই মত শিক্ষক ও অভিভাবকদের।

করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত বছর তিনটি নৈর্বাচনিক বিষয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এ নিয়ে দেশজুড়ে সমালোচনা ছিল। ফলে এ বছর বেশির ভাগ বিষয়েই পরীক্ষা নেয়ার পক্ষে মত দিয়েছেন বোর্ড চেয়ারম্যানরা। তবে সেই পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে ১০০ নম্বরের পরিবর্তে ৫০ নম্বরের হতে পারে-এমন প্রস্তাবও রয়েছে।

সম্প্রতি শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের এক ভার্চুয়াল বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়। সেই সভায় আগামী মে থেকে এসএসসি ও জুলাই মাস থেকে এইচএসসি পরীক্ষা নেয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

তবে শিক্ষা মন্ত্রণালয় জানায়, করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় সেই প্রস্তাব অনুযায়ী পরীক্ষা নেয়া সম্ভব নয়।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, সভায় তিন ঘণ্টার পরীক্ষা দেড় ঘণ্টায় এবং পূর্ণমান ১০০-এর পরিবর্তে ৫০ নম্বরে নেয়ার প্রস্তাব দেওয়া হয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ধর্ম ও নৈতিক শিক্ষা এবং আইসিটি বিষয় বাদ দিয়ে অন্যান্য বিষয়ের পরীক্ষা হতে পারে।

গত বছর এসএসসি-এইচএসসিতে টেস্ট বা নির্বাচনি পরীক্ষা নেয়া না হলেও এ বছর চূড়ান্ত পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষা হতে পারে। আর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পুনর্বিন্যস্ত পাঠ্যসূচি (এসএসসি পর্যায়ে ১৫০ দিনের এবং এইচএসসি পর্যায়ে ১৮০ দিনের) অনুযায়ী এসব পরীক্ষা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: