পুলিশ সুপার লাইন্সে বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন।
শামীম আলম, (জামালপুর):
জামালপুর পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ পুলিশ লাইন্সে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন মূলক কাজ পরিদর্শন ও উপস্থিত অফিসার্স ও ফোর্সের রোলকল গ্রহন।
গতকাল (১১ই ফেব্রুয়ারি) পুলিশ লাইন্স জামালপুরে উপস্থিত সকল অফিসার্স ও ফোর্সের রোলকল গ্রহন করেন জেলা পুলিশের সম্মানিত অবিভাবক নাছির উদ্দিন আহমেদ ।
রোলকলে উপস্থিত সকলের সাথে তিনি কুশল বিনিময় করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় ফোর্সদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং তার সমাধান ও বিধি মোতাবেক শতভাগ ওয়েলফেয়ার প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
এই রিপোর্ট পুলিশ সুপার ফেসবুক আইডি থেকে করা হয়েছে। পরে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্স মেসের আধুনিকায়নসহ ইন্টেরিয়র ডিজাইনের জন্য পরিকল্পনা গ্রহন করেন। আধুনিক সেলুন (ক্ষৌরাগার) ও মোটর-সাইকেল গ্যারেজ নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করেন। নবনির্মিত ৬ তলা ব্যারাক ভবনের চারপাশের আঙ্গিনার সৌন্দর্য বর্ধনের জন্য পরিকল্পনা গ্রহন করেন এবং সংশ্লিষ্টদের সে মোতাবেক কাজ করার নির্দেশ প্রদান করেন।