শিরোনাম

South east bank ad

নন্দীগ্রামে লোকালয়ে দলছুট হনুমান

 প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

বগুড়ার নন্দীগ্রামে লোকালয়ে দেখা মিলছে মুখপোড়া হনুমানের। চরম খাদ্য সংকটে পড়ে তারা লোকালয়ে চলে আসছে।

গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে বগুড়ার নন্দীগ্রামে পৌর শহররে হনুমানকে দেখা যায়। শহরে ঘুরে বেড়াচ্ছে দলছুট মুখপোড়া বা কালোমুখো হনুমান।

শহরের বড় বড় ভবনের ছাদে, বাড়ির সীমানাপ্রাচীরের ওপরে ও ঘরের চালে হনুমানকে দেখা যায়। হনুমানটি যেখানে যাচ্ছে কৌতূহলী মানুষের ভিড় করছে। খেতে দিচ্ছে ফলসহ নানান খাবার।শহররে বাসস্ট্যান্ড এলাকার দোকানদার আরাফাত রহমান জানান, গত বৃহস্পতবিার প্রথমে পৌরসভার ওমরপুর বাসস্ট্যান্ডে হনুমানটির দেখা মিলে। পরে শুক্রবার সকালে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এসেছে।

সেখানে অস্থির এ প্রাণীটি ছুটে বেড়াচ্ছে। শহরের বড় বড় ভবনের ছাদে কখনও গাছের মগডালে আবারও কখনও বাড়ির ছাদে। আবার কারো টিনের চালে অবস্থান করছে। হনুমানটিকে এক নজর দেখতে উৎসুক মানুষও ছুটছে পিছুপিছু। মানুষগুলো দেখে হনুমানও অস্থিরতা বোধ করছে। কয়েকদিন থেকে ঠিকমতো খাবার না পেয়ে অনেকটা দুর্বল হয়ে পড়েছে হনুমানটি। তবে মাটিতে আসার পর অনেকে বিস্কুট ও কলা দিচ্ছেন। হনুমানটি সেসব খাবার সানন্দেই গ্রহণ করছে।

স্থানীয় লোকজনরে ভাষ্য, যশোর থেকে আসা ফল ও সবজির ট্রাকে খাবারের জন্য ওঠা হনুমান দলছুট হয়ে পড়ে। দলছুট হনুমান ট্রাকে লোকালয়ে চলে আসে।

নন্দীগ্রাম উপজলো প্রাণিসম্পদ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ডা. মাহাবুব হাসান চৌধুরী বলেন, দলছুট হনুমান আসার খবর শুনেছি। হনুমানটি কোন জায়গায় স্থায়ী অবস্থান করে না। এক স্থান থেেক অন্য স্থানে ছোটাছুটি করে থাকে। তারপরেও খোঁজখবর রাখার জন্য বন বিভাগকে অবহিত করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: