করোনায় আক্রান্ত প্রবীণ অভিনেতা অমল পালেকর
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
করোনায় একের পর এক আক্রান্ত হচ্ছেন বলিউডের অভিনেতা অভিনেত্রীরা। এবার কোভিডে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা অমল পালেকর। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর গত ৩০ জানুয়ারি থেকেই এ অভিনেতা হাসপাতালে ভর্তি রয়েছেন।
গত ১০ দিন ধরে মুম্বাইয়ের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি অমল পালেকর। করোনায় আক্রান্ত হওয়ার পর ছিলেন ভেন্টিলেশনেও।
গত (৯ ফেব্রুয়ারি) বুধবার প্রবীণ অভিনেতার হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই উদ্বিগ্ন অনুরাগীরা।
তার স্ত্রী সন্ধ্যা গোখলে জানান, আপাতত সেরে উঠছেন অভিনেতা। এখন চিন্তার কোনো কারণ নেই। আগের থেকে ভালো আছেন। প্রচণ্ড ধূমপান করার জন্য দীর্ঘ কয়েক বছর থেকেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। ১০ দিন আগে অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। তবে এখন তার শারীরিক পরিস্থিতি ভালো রয়েছে।
এর আগে দীননাথ মঙ্গেশকর হাসপাতালের চিকিৎসক ডা. পরীক্ষিত প্রয়াগ জানিয়েছিলেন, খুব অসুস্থ হয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমল পালেকর। শারীরিক পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, শুরুতে ভেন্টিলেশন সাপোর্টের প্রয়োজন হয়েছিল। তবে পরে সুস্থ হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়।
উল্লেখ্য, পাঁচ দশক ধরে মুম্বাই ফিল্মি দুনিয়ায় সক্রিয় ছিলেন অমল পালেকর। হিন্দি-মারাঠি ছাড়াও বেশ কিছু আঞ্চলিক ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে ‘রজনীগন্ধা’, ‘ছোটি সি বাত’, ‘গোল মাল’, ‘চিৎচোর’, ‘নরম গরম’, ‘বাতো বাতো মে’র মতো একাধিক সিনেমার জন্য দর্শক আজও তাকে মনে রেখেছে। রোজকার জীবনযুদ্ধের মধ্য দিয়ে চলা একজন ছাপোষা, মধ্যবিত্ত ভদ্রলোকের চরিত্রে অমল পালেকর তার প্রতিটা সিনেমায় দর্শকের মনে দাগ কেটেছেন। গতবছরই ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ-এর ‘২০০ হাল্লা হো’ সিরিজে দিয়ে ফের অভিনয় জীবনে প্রত্যাবর্তন ঘটান তিনি।