নোয়াখালীতে অস্ত্রসহ গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নোয়াখালীর বেগমগঞ্জে জমি-জমার বিরোধের জেরে হামলার ঘটনায় অস্ত্রধারী দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছয়ানী ইউনিয়নের খোয়াজপুর নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় পিস্তল-চাইনিজ কুড়াল, ফন্ডিং ছোরা, চকলেট বোমা, দুইটি ছোরা ও দুইটি বেটন লাঠি উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের খোয়াজপুর গ্রামের ভূইয়া বাড়ির তোফাজ্জল হোসেনের ছেলে মো.
কাউসার (২০) ও রুদ্রপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মো. সায়েম (১৯)।
সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।
তিনি বলেন, আসামিরা জায়গা দখলের উদ্দেশ্যে অস্ত্রসহ হামলা করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দৌড়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় পিস্তল- ১টি, চাইনিজ কুড়াল ২টি, ফন্ডিং ছোরা, চকলেট বোমা ১টি, দুইটি ছোরা ও দুইটি বেটন লাঠি উদ্ধার করে পুলিশ। আগামীকাল বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।