শিরোনাম

South east bank ad

চাচার ধর্ষণে ভাতিজি অন্তঃসত্ত্বা, ধর্ষক আটক

 প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):

হবিগঞ্জের চুনারুঘাটে আপন চাচার হাতে ধর্ষণের শিকার হয়ে দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ভাতিজি (১৭)। অভিযোগ রয়েছে- দিনের পর দিন তাকে ধর্ষণ করেছে চাচা মো: হুছন আলী (৪০)। হুছন আলী উপজেলার উবাহাটা গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।

গতকাল বৃহস্পতিবার (১০ফেব্রয়ারী) বিকেলে হুছন আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করে রাতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আলী আশরাফ জানান, গত (৯ ফেব্রয়ারী) রাতে কিশোরী নিজেই বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করলে রাতেই অভিযুক্ত চাচা হুছনকে গ্রেফতার করা হয়।

মামলা সুত্রে জানা যায়, কিশোরীর পিতা একজন সিএনজি চালক বেশিরভাগ সময় তিনি বাহিরে থাকেন। কিশোরী তার মাকে নিয়ে চাচা হুছন সহ একই বাড়িতে বসবাস করেন । কিশোরীর পিতা বাড়িতে না থাকার সুযোগে গেল বছর ৭ ডিসেম্বর সন্ধ্যায় নতুনব্রিজ এলাকায় বাজার সদাই করে নতুনব্রিজ থেকে ফেরার সময় বাড়ির রাস্তায় পৌছিলে রাত ৯ টায় মুখে চাপ দিয়ে ধরে টানা হেচড়া করে বাড়ির পশ্চিম দিকে জনৈক দিদার মিয়ার নির্মানাধীন পাকা ঘরের ভিতর নিয়া মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। বিষয়টি প্রকাশ করলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

ভয়ে কিশোরী ঘটনাটি কাউকে জানায়নি। পূনরায় গত (৫ ফেব্রয়ারী) রাত ৮ টায় একই কায়দায় দিদার মিয়ার পাকা ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে । ধর্ষণের শিকার হয়ে ভাতিজী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ঘটনার পর নির্যাতিতার শারীরিক পরিবর্তন দেখে তার মা তাকে জিজ্ঞাসাবাদ করলে ভুক্তভোগী সব ঘটনা বলে দেয়।

এর পর কিশোরীর বাদী হয়ে গতকাল বুধবার রাতে মামলা দায়ের করলে পুলিশ চাচাকে গ্রেফতার করে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফ রাত ৮টায় জানান, ধর্ষণের ঘটনায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং কিশোরীকে পুলিশ হেফাজতে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো চলছে। বর্তমানে কিশোরী হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: