ত্রিশালে যাত্রা শুরু করল বার্মিজ মেগা মল
ত্রিশাল প্রতিনিধি
‘এক ছাদের নিচে সবকিছু’ শ্লোগানকে সামনে নিয়ে ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরে যাত্রা শুরু করেছে বার্মিজ মেগা মলের। পৌর শহরের সুতিয়া নদ সংলগ্ন ইসমাইল প্লাজার দু’তলায় বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে এ মেগা মল উদ্ধোধন করা হয়।
ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান প্রধান অতিথি হিসেবে এ মেগা মলের উদ্ধোধন করেন।
এছাড়াও ত্রিশাল পৌর সভার প্যানেল মেয়র রাশিদুল হাসান বিপ্লব, ক্রীড়াবীদ মশিউর রহমান দীপক প্রমূখ উপস্থিত ছিলেন।