আজমীরগঞ্জ দরবার শরীফে মেডিকেল ক্যাম্প
শামীম আলম, (জামালপুর):
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আজমীগঞ্জ দরবার শরীফে হযরত খাজা মঈনউদ্দিন চিস্তী (রহ:) এর পাক মোবারক ওরশ শরীফ উপলক্ষে ফ্রি দুই দিন ব্যাপী গত মঙ্গলবার ও বুধবার মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
প্রত্যকের মুখে ম্যাক্স ও সামাজিক দূরত্ব বজায় রেখে শত শত গরীব মানুষদেরকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। উক্ত মেডিকেল ক্যাম্প হযরত খাজার বশীর ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ডাক্তার খাজা নাসীরুল্লাহ নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ডাক্তার শফিউল্লাহ মাহমুদ, ডাক্তার এস এম হাবিবুর রহমান চৌধুরী, ডাক্তার সীমা আক্তারসহ মেডিকেল কলেজের ছাত্রছাত্রী সার্বিক সহযোগিতা করেন।
বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত রোগীরা সেবা পেয়ে,এই মেডিকেল ক্যাম্পকে স্বাগত জানিয়ে তারা বলেন, এই মেডিকেল ক্যাম্প যেন অব্যাহত রাখেন। এই মেডিকেল ক্যাম্পে ১৫জন ডাক্তার, নার্স ও মেডিকেল সিনিয়র ছাত্রছাত্রীরা কাজ করেছেন ।