শিরোনাম

South east bank ad

বাহুবলে সুমন হত্যার ঘটনাস্থল পরিদর্শনে এসপি মুরাদ- জড়িতের দ্রুত গ্রেফতার করা হবে।

 প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):

হবিগঞ্জের বাহুবলের মধুপুর চা বাগানের বাসিন্দা সুমন মুন্ডা (১৮) চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার ( এসপি) এসএম মুরাদ আলি।

গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তিনি (এসপি) ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িতের দ্রুত গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেন নিহতের পরিবারকে । পরে তিনি এলাকার লোকজন ও নিহতের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন।

সাথে ছিলেন বাহুল সার্কেল মো: আবুল খায়ের, বাহুল মডেল থানার ওসি মো: রকিবুল ইসলাম ।

পুলিশ সূত্র জানায়, ১৬ জানুয়ারি বাহুবল মডেল থানায় মধুপুর চা-বাগানের বাসিন্দা সুমন মুন্ডা হত্যার ঘটনায় তার মা বাদী হয়ে হত্যা মামলা করেন। এ ঘটনার মূল রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটন ও মামলার যথাযথ তদন্তের লক্ষে পুলিশ সুপার এস এম মুরাদ আলি বুধবার সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য যে, ২০২১ সালের ৩০ ডিসেম্বর সুমন মুন্ডা নিখোঁজ হয়। পরে চলতি বছরের ১৫ জানুয়ারি মধুপুর চা-বাগানের পাশে বনবিটের হাটুভাঙ্গা নামক এলাকার গভীর জঙ্গলের ভিতরে লোকজন একটি লাশ দেখতে পায়। এলাকার লোকজন থানা পুলিশকে সংবাদ দেয়। মা বানী মুন্ডা (৫০) ছেলে সুমনের মরদেহ শনাক্ত করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: