নৌকায় ভোট দেয়ায় আবারো শার্শায় নির্যাতনের শিকার গৃহবধুসহ ২জন
মোঃ জামাল হোসেন, (যশোর):
নৌকায় ভোট দেয়ার অপরাধে আবারো যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় নির্যাতনের শিকার হলেন গৃহবধুসহ ২জন। তাদেরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলেও অবস্থা আশংকাজনক হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল ৪টায়।
এলাকাবাসী ও আহতদের সুত্রে জানা যায়, শার্শার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল গ্রামের আওয়ামী লীগ কর্মী আনসার আলীকে কোন কারণ ছাড়াই বাড়িতে এসে একই গ্রামের কুখ্যাত সন্ত্রাসী লাল্টু, আনা, বিপ্লব ও নিশান লোহার রড দিয়ে পেটাতে থাকে। এ সময় তার স্ত্রী শিউলি বেগম বাধা দিলে তাকেও কুপিয়ে জখম করে এবং লাল্টু তাদেরকে বলে, এ গ্রামে নৌকার কোন লোক থাকবে না। সন্ত্রাসীরা সকলে নৌকার বিদ্রোহী প্রার্থীর সমর্থক বলে আহতরা জানান। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা নানা হুমকি দিয়ে পালিয়ে যায়। স্বজনেরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খাঁন জানান, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।