শিরোনাম

South east bank ad

রাজবাড়ীতে পাওয়া গেল বিপন্ন প্রজাতির মেছো বাঘ

 প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী)

রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের কাঠালতলা গ্রামে ফাঁদে ধরা পড়েছে বিপন্ন প্রজাতির মেছো বাঘ।

গত মঙ্গলবার ( ০৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০ টার দিকে কাঠালতলা গ্রামের ফারুক হোসেনের বাড়িতে বাঘটি ধরা পরে।

স্থানীয় যুবক জহিরুল ইসলাম জানান, কয়েকদিন আগে থেকেই বাঘটি লোকজনের নজরে পড়ে। তাই গত রাতে মুরগীর টোপ দিয়ে ফাঁদ পাতলে মেছো বাঘটা ধরা পড়ে। মনে করা হচ্ছে এলাকায় আরো কয়েকটা বাঘ আছে।

বসন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন জানান,আমরা প্রশাসন কে বিষয়টি জানিয়েছি। প্রানীটিকে প্রশাসনের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য,মেছোবাঘ, বাঘরোল বা মেছো বিড়াল মাঝারি আকারের বিড়ালগোত্রীয় একধরনের স্তন্যপায়ী বন্যপ্রাণী। ব্রাজিল, কোস্টা রিকা, বাংলাদেশ, ভারত, বলিভিয়া, ক্যাম্বোডিয়া, লাউস, শ্রীলঙ্কায় এরা স্থানীয়ভাবে বাঘরোল নামে পরিচিত।

এদের আবাসস্থল থাইল্যান্ড ও এল সালভাদোর। বিগত কয়েক দশকে বাঘরোলের সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।জনবসতি স্থাপন, কৃষিজমিতে রূপান্তর ও অন্যান্য কারণে বাঘরোলের আবাসস্থল জলাভূমিগুলো দিন দিন সংকুচিত ও হ্রাস পাওয়াই এর মূল কারণ। তাই আইইউসিএন ২০০৮ সালে মেছোবাঘকে বিপন্ন প্রজাতির তালিকায় অর্ন্তভুক্ত করে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: