র্যাব-১৫-এর অভিযানে রঙ্গিখালী হতে অস্ত্রসহ গ্রেফতার-১
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
র্যাব-১৫ এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন রঙ্গিখালী এলাকায় গোপন সংবাদের ভিক্তিতে অবগত হয়ে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালায়নের চেষ্টাকালে বেলাল উদ্দিন(৩৮), পিতা- মৃত কবির আহম্মদ, মাতা- মনতাজ বেগম , গ্রাম-রঙ্গিখালী পশ্চিম পাড়া, ৭ নং ওয়ার্ড, হ্নীলা ইউনিয়ন, থানা- টেকনাফ জেলা- কক্সবাজারকে ধৃত করে।
তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির সাথে থাকা শপিং ব্যাগ ও দেহ তল্লাশী করে ৪ রাউণ্ড গোলাবারুদসহ ১টি দেশীয় অস্ত্র ও ১৮,০০০/- পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ধৃত আসামী মাদক ব্যবসাসহ অবৈধ অস্ত্র দ্বারা দীর্ঘদিন যাবত অপরাধ মূলক কর্মকান্ড করে আসছে মর্মে জানা যায়। গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।