জালালাবাদে পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
জালালাবাদ থানা পুলিশ কর্তৃক ৩টি বিভিন্ন মেয়াদী সাজা পরোয়ানা ও বিদ্যুৎ আইনের ১টিসহ সর্বমোট ৪টি পরোয়ানা ভূক্ত আসামী গ্রেফতার।
৮ ফেব্রুয়ারী টিম জালালাবাদ থানা এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র) মোঃ আসাদুজ্জামান, এসআই(নিরস্ত্র) পীযুষ কান্তি দাস, এসআই(নিরস্ত্র) নিহারেন্দু তালুকদার, এএসআই(নিরস্ত্র) মোঃ রেজাউল করিম ও থানা এলাকায় সিয়েরা-২২, স্পেশাল-২২ পার্টির অফিসার সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী আলীম উল্লাহ(৩৫) পিতা- হাজী বিরাম উদ্দিন, সাং-টুকেরগাঁও, থানা- জালালাবাদ জেলা-সিলেটকে তার বসত বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
আসামীর বিরুদ্ধে জালালাবাদ থানায় মূলতবী থাকা সিআর মামলা যথাক্রমে ১। দায়রা-১৩০৩/১৮, সিআর-৩৩৫/১৮, ফৌজদারী আপীল-২৩১/১, ২। দায়রা-৩৫৭/২০১৮, কোতোয়ালী সিআর-৮৫৩/১৭, ৩। দায়রা-১৯২৪৮/১৮, সিআর-৪৫৯/১৭ বর্ণিত মামলার বিভিন্ন মেয়াদের ৩টি সাজা এবং ১টি বিদ্যুৎ সিআর-১১৯/২০২১ পরোয়ানা সহ সর্বমোট ৪টি পরোয়ানা মূলতবী ছিল।
উক্ত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন। বিষয়টি মোঃ নাজমুল হুদা খান, অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা, এসএমপি, সিলেট নিশ্চিত করেন।