শিরোনাম

South east bank ad

জালালাবাদে পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার

 প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

জালালাবাদ থানা পুলিশ কর্তৃক ৩টি বিভিন্ন মেয়াদী সাজা পরোয়ানা ও বিদ্যুৎ আইনের ১টিসহ সর্বমোট ৪টি পরোয়ানা ভূক্ত আসামী গ্রেফতার।

৮ ফেব্রুয়ারী টিম জালালাবাদ থানা এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র) মোঃ আসাদুজ্জামান, এসআই(নিরস্ত্র) পীযুষ কান্তি দাস, এসআই(নিরস্ত্র) নিহারেন্দু তালুকদার, এএসআই(নিরস্ত্র) মোঃ রেজাউল করিম ও থানা এলাকায় সিয়েরা-২২, স্পেশাল-২২ পার্টির অফিসার সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী আলীম উল্লাহ(৩৫) পিতা- হাজী বিরাম উদ্দিন, সাং-টুকেরগাঁও, থানা- জালালাবাদ জেলা-সিলেটকে তার বসত বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

আসামীর বিরুদ্ধে জালালাবাদ থানায় মূলতবী থাকা সিআর মামলা যথাক্রমে ১। দায়রা-১৩০৩/১৮, সিআর-৩৩৫/১৮, ফৌজদারী আপীল-২৩১/১, ২। দায়রা-৩৫৭/২০১৮, কোতোয়ালী সিআর-৮৫৩/১৭, ৩। দায়রা-১৯২৪৮/১৮, সিআর-৪৫৯/১৭ বর্ণিত মামলার বিভিন্ন মেয়াদের ৩টি সাজা এবং ১টি বিদ্যুৎ সিআর-১১৯/২০২১ পরোয়ানা সহ সর্বমোট ৪টি পরোয়ানা মূলতবী ছিল।

উক্ত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন। বিষয়টি মোঃ নাজমুল হুদা খান, অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা, এসএমপি, সিলেট নিশ্চিত করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: