সাংবাদিক ডা. বুলবুল আর নেই
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সাংবাদিক ও চিকিৎসক মোজাহার হোসেন বুলবুল আর নেই। আজ (৯ ফেব্রুয়ারি) বুধবার ভোরে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন বলে জানিয়েছেন তার ভাগ্নে তানভীর অপু।
রাজশাহীর দৈনিকবার্তা দিয়ে সাংবাদিকতার হাতেখড়ি তার, লিখতেন বুলবুল হোসেন নামে। এরপর দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল ও দৈনিক যায় যায় দিনের রাজশাহী ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
সর্বশেষ ডা. মোজাহার হোসেন বুলবুল সেন্ট্রাল হাসপাতালের উপ-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে সিভিল সার্জন হিসেবে নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জের দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) এর প্রধানের দায়িত্ব পালন করেন।
বুলবুল হোসেনের প্রথম জানাজা ঢাকার গ্রীন রোডের সেন্ট্রাল হাসপাতালে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। এখন তার মরদেহ রাজশাহীতে নেওয়া হচ্ছে। বাদ আসর রাজশাহী উপশহরের নূর মসজিদে তার দ্বিতীয় জানাজা শেষে তাকে হেঁতেমখা গোরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন মোজাহার হোসেন বুলবুল।