জেলার আশ্রয়ণ প্রকল্পের বিষয়ে প্রেস ব্রিফ্রি
সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী):
পটুয়াখালীতে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান সংক্রান্ত এক প্রেস ব্রিফিং আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এই শ্লোগান কে সামনে রেখে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে আজ (০৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকাল ৪ টায় জেলা প্রশাসক দরকার হলে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে এ প্রেসব্রিফিং এ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান,জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আব ুবকর ছিদ্দিকী, প্রেসক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল, সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স,সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার ও সাংবাদিক বৃন্দ।
আশ্রায়নের অধিকার শেখ হাসিনার উপহার এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে গৃহহীনকে গৃহদান কার্যক্রম চলমান রয়েছে। এরই মধ্যে ৭ মার্চ ২০২০ এ ঘোষণা দিয়েছিলেন ' মুজিববর্ষে দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না '।
প্রধানমন্ত্রীর এই অঙ্গিরার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে কাজ শুরু করে এবং টিম ওয়ার্কের মাধ্যমে সারা দেশব্যাপি ১ ম পর্যায়ে ক শ্রেনীর ৬৯৯০৪টি এবং ২য় পর্যায়ে ক শ্রেণির ৫৩৩৪০টি ভূমিহীন গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী অনানুষ্ঠানিক ভাবে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
এর মধ্যে পটুয়াখালী জেলার ৮ টি উপজেলায় ১ম পর্যায় ২১৩১ টি ও ২য় পর্যায়ে ২৭৮১ টি ঘর বরাদ্দ প্রদান করা হয়। যা ইতি মধ্যে উপকার ভোগীদের মধ্যে হস্তান্তর করা হয়।