শিরোনাম

South east bank ad

ট্রেনে কাটা পরে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

 প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর):

জামালপুর পৌর শহরের বন্দেরবাড়ী এলাকায় ট্রেনের নিচে কাটা পরে এক ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম কামরুল আলম খঁান(৫৪)। তিনি সোনালী ব্যাংক জামালপুর প্রধান কার্যালয়ের সিনিয়ন প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.গোলজার হোসেন জানান,গতকাল (0৭ ফেব্রুয়ারি) সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে তার মৃত্যু হয়।

আজ (০৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল পর্যন্ত তার মৃতদেহটি অজ্ঞাত হিসেবেই পরে ছিল। নিহতের পরিচয় নিশ্চিত করতে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে এলাকায় মাইকিংও করা হয় বলে তিনি জানান। এতেও পরিচয় নিশ্চিত হতে না পেরে বিষয়টি জামালপুর পুলিশ ইনভেষ্টিগেশন ব্যুরো(পিবিআই)কে অবহিত করা হয়।

এসময় পুলিশ সুপার এম.এম.সালাউদ্দীনের নির্দেশে পিবিআই এর একটি দল ঘটনাস্থলে গিয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করেন। নিহত ব্যাংক কর্মকর্তা টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বীরতারা গ্রামের শফিকুল ইসলাম খঁানের ছেলে।

এক সন্তানের জনক কামরুল আলম খঁান জামালপুর পৌরশহরের বিসিক এলাকায় বসবাস করতেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: