৪ দিনেও সন্ধান মেলেনি হারিয়ে যাওয়া ফাহিমা বেগমের
মেহের মামুন, ( গোপালগঞ্জ ) :
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী ফাহিম বেগম (৫২) হারিয়ে যাওয়ার ৪ দিনেও তার সন্ধান মেলেনি।
গত ৫ ফেব্রয়ারী তার নিজ বাড়ী থেকে চিকিৎসার উদ্দেশ্যে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। পরে আর তিনি বাড়িতে ফিরে আসেনি। আত্মীয় স্বজনসহ বিভিন্ন এলাকায় তাকে খুজে না পেয়ে তার ছেলে রবিউল ইসলাম ৬ ফেব্রুয়ারী মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। মুকসুদপুর থানার সাধারণ ডায়েরী নং ২৭৯।
রবিউল ইসলাম জানান, আমার মা চিকিৎসার কথা বলে রাজৈর হাসপাতালে গিয়েছিলেন। পরবর্তীতে আর বাড়িতে ফিরে আসেনি। ঐদিন তার পরনে ছিল লাল ফ্রিন্টের সালোয়ার কামিজ ও কালো বুর্কা। কোন সহৃয়বান ব্যাক্তি যদি তার সন্ধ্যান পান তাহলে ০১৭০৩৭২০২০৫ এই মোবাইল নাম্বারে যানানোর অনুরোধ রইল।