ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার সোনাতলা উপজেলায় ট্রেনে কাটা পড়ে রেনু বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ (৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে উপজেলার সোনাতলা রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
রেনু বেগম বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মধুরাপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মৃত জসিম উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তাহ খানেক আগে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চোখের অপারেশন করেন রেনু। মঙ্গলবার সকালে বগুড়া শহরের চিকিৎসকের কাছে যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন দেবর ও দেবরের স্ত্রী। তারা সোনাতলা উপজেলার রেলস্টেশনের ২ নম্বর গেট পার হচ্ছিলেন।
এ সময় বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ৪৯২ ডাউন লোকাল (কলেজ ট্রেন) ট্রেনে কাটা পড়েন রেনু বেগম। সঙ্গে সঙ্গে তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয় এবং অন্য ক্ষতবিক্ষত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পথে ওই নারীর মৃত্যু হয়েছে।