শিরোনাম

South east bank ad

কৃষি গবেষণা কাউন্সিলের মেম্বার ফুলবাড়িয়ার কৃষক ছিদ্দিক

 প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের গভর্ণিং বডির মেম্বার মনোনিত হয়েছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার কৃষক ও সফল উদ্যোক্তা ড. আবু বকর সিদ্দিক। গত ১৮ জানুয়ারি তিনজন মন্ত্রী মহোদয়সহ ৩০ সদস্যের গভর্নিং বডি পুণর্গঠন করে প্রজ্ঞাপন প্রকাশ করে কৃষি মন্ত্রণালয় গবেষণা ১ অধিশাখা।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন-২০১২ (২০১২ সনের ১৩নং আইন) এর ধারা ৬ মোতাবেক বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের গভর্নিং বডি পুণর্গঠন করা হয়। মনোনিত সদস্য মনোনয়নের তারিখ হতে পরবর্তী ৩ বছর দায়িত্ব পালন করবেন।

গভর্নিং বডিতে একজন সফল কৃষককে মনোনিত করা হয়েছে আর সেই কৃষককের তালিকায় উঠে এসেছে ফুলবাড়িয়া সফল উদ্যোক্তার নাম। উদ্যোক্তা ড. আবু বকর সিদ্দিক ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদর থেকে ২২ কিলোমিটার দক্ষিণে ঐতিহ্যবাহী বড়বিলা পাড়ে গত ৭ বছর ধরে গড়ে তুলেছেন বিশাল আকারে কিষান সমন্বিত কৃষি উদ্যোগ নামীয় বাগানটি। সেই বাগানে রয়েছে দেশি বিদেশী বিভিন্ন জাতের ফল।

তার মধ্যে প্রায় ৬০০০ গাছের ড্রাগন গাছের বাগান ইতিমধ্যেই সবার নজর কেড়ে এখন ড্রাগন প্রিন্স নামে দেশে বিদেশে পরিচিত। রয়েছে থাইল্যান্ডের মাহালিশা জাতের প্রায় ৪০০ আম গাছ এবং ৬০০ গাছের ভিয়েতনাম জাতের মাল্টার আবাদ। বাগানে ঘুরে দেখার মতো পরিবেশ তৈরি করেছেন তিনি। সীমিত কীটনাশক ব্যবহার করে এক ঝাঁক নিরীহ শ্রমিক নিয়ে দিন রাত শ্রম দিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে পিএইচডি অর্জনকারী ডঃ আবু বকর সিদ্দিক। কৃষি কাজের পাশাপাশি প্রায় ১ একর জমিতে মিশ্র মাছ চাষ এবং প্রায় ৪০ টি গরুর উপযোগী বাসস্থান।

এছাড়াও দীর্ঘ পরীক্ষণে যে সব ফল গাছে ফল চাষ ভালো হয় সেই সব গাছ দিয়ে সাজিয়েছেন একটা ছোট নার্সারি যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন নতুন বাগানিরা পরামর্শ নিয়ে বাগান করছেন।

এই প্রসঙ্গে তিনি বলেন, আমার পরামর্শে দেশে প্রায় ২শ নতুন বাগান হয়েছে। ২০২১ সালে মাত্র ৬ একর জমিতে প্রায় ১৫০ টন বিভিন্ন শস্য, ফল, মাছ এবং প্রানীজ উৎপাদন করে জাতীয় আয়ের সাথে যোগ করেছেন। প্রায় ২০০০ স্কয়ার ফিটের একটি শেডে জৈব জীবানু সার তৈরি করে নিজের এবং প্রতিবেশী অনেককে উদ্ভুদ্দ করছেন। এ ছাড়াও ডঃ আবু বকর সিদ্দিক, দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এবং সহকারী অধ্যাপকের দায়িত্ব পালন করছেন কৃষি কাজের পাশাপাশি।

ড. আবু বকর সিদ্দিক এক প্রতিক্রিয়ায় বলেন, এটি আমার ৭ বছরের কৃষি জীবনের অন্যতম সাফল্য এবং সম্মান। আমি কৃষকদের পক্ষে দেশের কৃষির সর্বোচ্চ নীতি নির্ধারনী গবেষণা ফোরামে আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু বলার সুযোগ সৃষ্টি হয়েছে। আমি ফুলবাড়িয়াবাসির প্রতি আজীবন ঋণী।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: