শিরোনাম

South east bank ad

চালককে অজ্ঞান করে অটো ছিনতাই

 প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুর রহমান, (নেত্রকোনা):

নেত্রকোনা জেলার দুর্গাপুরে মোঃ আলামিন (৩০) নামের এক অটো চালককে অজ্ঞান করে অটো ও নগদ টাকা ছিনতাই করেছে অজ্ঞানপার্টি।

গতকাল (৭ ফেব্রুয়ারি) সোমবার দুপুরের দিকে পৌর শহরের ভাঙ্গা ব্রীজ নামক এলাকায় এ ঘটনা ঘটে। অটোচালক মোঃ আলামিন পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের পূর্ব নলছাপড়া গ্রামের বাসিন্দা।

আলামিন মিয়ার পরিবার সূত্রে জানা যায়, কলমাকান্দা থেকে দুইজন যাত্রী নিয়ে দুর্গাপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার পথে পালপাড়া নামক এলাকায় দুইজন এক দোকান থেকে বিস্কুট কিনে। তারপর দুর্গাপুর- কলমাকান্দা সড়কের চন্ডিঘর ইউনিয়নের চন্ডিঘর বাজার পার হয়ে বিভিন্ন কৌশলে তাকে বিস্কুট খাওয়ানো হয়। কিছুখনের মধ্যেই অজ্ঞান হয়ে যায় আলামিন। এরপর পৌরশহরের ভাঙ্গা ব্রীজ নামক জায়গায় পৌঁছাতেই নিরব ফাঁকা জায়গা পেয়ে আলামিন কে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে অটো ও টাকা নিয়ে চলে যায় তারা।

মোঃ আলামিন মিয়ার বড় ভাই মোঃ তাজুল মিয়া বলেন, আলামিনের ফোন থেকে কল আসে জানায় একজন অজ্ঞান হয়ে পড়ে আছে। তার পাশে ফোনটা পাওয়া যায়। এরপর আমরা দ্রুত দুর্গাপুরে গিয়ে দেখতে পায় এটা আলামিন। এরপর সেখান থেকে বাড়িতে নিয়ে আসা হয়। এবং চিকিৎসা চালাচ্ছি। ঘটনার প্রায় ৫-৬ ঘন্টা পর ২বার জ্ঞান ফিরলেও এখন পযন্ত অজ্ঞান আছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: