ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে নৌকা-১ স্বতন্ত্র -১
ফরিদুল ইসলাম রঞ্জু, (ঠাকুরগাঁও):
৭ম ধাপে ছোট খাটো বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষে হয়েছে ঠাকুরগাঁও ইউপি নির্বাচন। এতে দুই ইউনিয়নের একটিতে নৌকা ও অপরটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
জানাগেছে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে নৌকা প্রার্থী ফয়জুর রহমান ৫৯১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কার আবু সাঈদ বাবু। তিনি পেয়েছেন ৩৩২৬ ভোট।
অপরদিকে বহুল আলোচিত ইউনিয়ন ছিল সেনুয়া ইউনিয়ন। এই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মটরসাইকেল মার্কার মতিউর রহমান মতি ২৩২৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে আওয়ামীলীগের নৌকা প্রার্থী নোবেল কুমার সিংহ পেয়েছেন ১৯৫৮ ভোট। সোমবার রাতে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন ভোট অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।